আন্তর্জাতিক ডেস্ক ।। ইরাকে কট্টর ইসলামপন্থী আন্তর্জাতিক সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের হামলায় ও পৃথক আরেক হামলায় ইরাকী সেনাবাহিনীর ৩৩ সৈনিক এবং অন্তত ১২ জন বেসামরিক নাগরিকসহ ৪৫ জন নিহত হয়েছে। আলজাজিরা জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের আল-সিদ্দিকিয়া শহরে আজকের (সোমবার) এই হামলায় আরো অন্তত ৪০ জন সেনাসদস্য আহত হয়েছেন। প্রাদেশিক রাজধানী রামাদির পূর্ব উপকণ্ঠে এই ঘটনা ঘটনা ঘটে। এছাড়া এক পৃথক হামলার ঘটনায় অন্তত ১২ জন নিহত এবং আরো ১৮ জন আহত হয়েছে। রামাদি থেকে ৫০ কিলোমিটার পুর্বে ব্যস্ত ফল্লুজাহ বাজার এলাকা ও একটি মসজিদে সেনাবাহিনীর বোমা হামলায় এ ঘটনা ঘটে। আনবার ও সালাদিন প্রদেশে নতুন করে আইএসবিরোধী বিমান হামলা শুরু হয়েছে বলে জানিয়েছে ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়।