আগরতলা-কোলকাতা বাস সার্ভিসের ট্রায়াল রান ৩ জুন

bdআগরতলা, ১ জুন ।। ঢাকা হয়ে আগরতলা-কোলকাতা বাস সার্ভিসের ট্রায়াল রান আগামী ৩ জুন সকালে আগরতলা থেকে একটি বাস কোলকাতার উদ্দেশ্যে যাত্রা করবে। এই বাসে রাজ্যের পরিবহণ সচিব সমরজিৎ ভৌমিকের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল যাবে। সোমবার, মহাকরণে সাংবাদিকদের এ কথা জানান পরিবহণ মন্ত্রী মানিক দে। পরিবহণ মন্ত্রী জানান, ট্রায়াল রানের অঙ্গ হিসেবে কোলকাতা থেকে যে বাসটি আগরতলার উদ্দেশ্যে যাত্রা করেছে সেটি মঙ্গলবার সকাল ১০টা নাগাদ আখাউড়া সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশ করবে। এই বাসে পশ্চিমবঙ্গের ১১ জন এবং বাংলাদেশের ৯ জন প্রতিনিধি দল আসবেন। সীমান্তে তাঁদের স্বাগত জানাবেন আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা এবং পশ্চিম জেলার জেলা শাসক।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*