দেবজিত চক্রবর্তী, আগরতলা, ০১ সেপ্টেম্বর ।। ১লা সেপ্টেম্বর ২০১৪ ইং সোমবার গোধূলী লগ্নে নিউজ আপডেট অব ত্রিপুরা-র বলা যায় নতুন করে স্বপ্নের পথে চলা শুরু হয়েছে। নিউজ আপডেট অব ত্রিপুরা ওয়েবে আত্মপ্রকাশের অনুষ্ঠানে বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতি নিউজ আপডেট অব ত্রিপুরা-কে সাহস ও শক্তি যোগাবে।
উদ্বোধনী ভাষনে কর্ণধার শান্তনু চক্রবর্তী সকলের সাহায্য ও আশীর্বাদ চেয়েছেন।
রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক কল্যানব্রত চক্রবর্তী নিউজ আপডেট অব ত্রিপুরা-র সাফল্য কামনা করে সংবাদ প্রচারে নিষ্ঠা ও সততার কথা বলেন।
সবশেষে উদ্বোধকের ভাষনে রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী শ্রী ভানুলাল সাহা বলেন আগামীতে ওয়েব সাইট নিউজ বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করবে, দ্রুত গতিতে এই সংবাদ মাধ্যম সংবাদ পিপাসুদের চাহিদা মেটাতে বিশ্বের ভূমিকা নেবে। নতুন ওয়েব সাইটকে সাহায্যের কথা বলেছেন তথ্য মন্ত্রী।