দেবজিত চক্রবর্তী , আগরতলা, ২ জুন ।। একখানা সিলিন্ডার সংগ্রহ করতে গিয়ে এই শহরের মানুষকে কতদূর বিব্রতকর অবস্থার মুখোমুখী হতে হয় সেই উপলব্দি অনেকেরই আছে। সেই ক্ষেত্রে TNGCL-র বাড়ীবাড়ী গ্যাস লাইন নাজেহাল অবস্থার কিছুটা সুরাহা করেছে সন্দেহ নেই। তবে TNGCL-র কৃপায় শুরু হয়েছে নতুন রোগ। জানা গেছে গ্রাহক নির্দিষ্ট বিল মিটিয়ে দেয়ার পরেও যোগ বিয়োগের জটিল অংকে TNGCL রীতিমতো উদ্ভট কান্ড করছে। উত্তর বাধারঘাটের এক বাড়ীতে TNGCL-র ২৮/২/২০১৫ তে বিল ছিল ৯৯১ টাকা, তারপরেই শুরু হয় TNGCL ভুলভুলাইয়া, দেখা যায় ৩১/৩/২০১৫ তে প্রদেয় বিল দেখানো হয় ১৪৩১ টাকা যেখানে আগের মাসের ৯৯১ টাকাও যুক্ত করে দেয়া হয়, এখানেই শেষে নয় ৩০/৪/২০১৫ তে এ বিল দেখানো হয় ১৮৫৯ টাকা সঙ্গে গোঁদের উপর বিষ ফোঁড়ার মত আবার জুড়ে দেয়া হয় ৯৯১ টাকা। স্বভাবতই TNGCL-র এই ভুতুড়ে কারবারে উত্তর বাধারঘাটের সেই গ্রাহক বিল দেয়া বন্ধ করে দিয়েছেন। গ্যাস পাইপ লাইনের বিল নিয়ে TNGCL-র উদ্ভট কান্ড কারখানার দৌলতে গ্রাহক পরিষেবা নিয়ে রসিকতা নিয়ে গ্রাহকদের মধ্যে ক্ষোভ ধুমায়িত হচ্ছে।