দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২ জুন ।। এ মুহূর্তে ভারত বাংলাদেশ সম্পর্ক যে পর্যায়ে রয়েছে তাকে দু দেশের শীর্ষ মহল থেকে সবচাইতে সুখকর বলে আখ্যায়িত করা হচ্ছে। মোদী সরকার সম্পর্ক উন্নয়নের প্রশ্নে ভারতের সন্নিহিত দেশগুলোর সঙ্গে ব্যবসা বানিজ্য, সাহিত্য সংস্কৃতি সহ মানুষে মানুষে নৈকট্য বাড়ানোর উপর গুরুত্বারোপ করেছে। সম্পর্ক গভীর করার অন্তরালে রয়েছে আন্তর্জাতিক পরিস্থিতির বর্তমান প্রেক্ষাপট। ভারত-বাংলাদেশের বর্তমান সুখকর অবস্থানকে পুরোপুরি ভাবে ব্যবহার করার প্রশ্নে দু’দেশই আন্তরিকতার পরিচয় দিয়েছে। ইতিমধ্যেই ভারতের অনুরোধে সাড়া দিয়ে বাংলাদেশ সাহায্য করায় আশুগঞ্জ থেকে ত্রিপুরায় চালবাহী লরী প্রবেশ করছে, দু’দেশ সন্মত হয়েছে জলপথ ব্যবহার করে ব্যবসা বৃদ্ধির পাশাপাশি শুরু হতে যাচ্ছে আগরতলা-ঢাকা-কলকাতা যাত্রীবাহী বাস সার্ভিস , প্রথামাফিক এই বাস যাত্রা শুরু হবে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের মধ্য দিয়ে। সৌহার্দ্য মৈত্রীর বন্ধনকে সুদৃঢ় করার বাস যাত্রার ট্রায়াল পর্বে মঙ্গলবার কলকাতা-ঢাকা হয়ে বাস ত্রিপুরায় প্রবেশ করেছে। বাংলাদেশ তথা পশ্চিমবাংলার সংশ্লিষ্ট দপ্তরের আধিকারীকরা ত্রিপুরায় এসেছেন। কৃষ্ণনগরস্থিত আন্তর্জাতিক বাস ডিপোতে আধিকারীকদের সম্বর্ধনা দেয়া হয়। বন্ধুত্বের বন্ধনকে সুদৃঢ় করার এই বাস যাত্রা নিয়ে নয়া ইতিহাসের অপেক্ষায় দু’পারের মানুষ।