দেবজিত চক্রবর্তী, আগরতলা, ০১ সেপ্টেম্বর ।। নিউজ আপডেট অব ত্রিপুরা-র যাএা শুরু হয়েছিল আগেই, তবে ওয়েবে আত্মপ্রকাশ মানেই বিশ্বের মানুষের কাছে পৌছে যাওয়া। ১লা সেপ্টেম্বর ২০১৪ ইং সোমবার গোধূলী লগ্নে নিউজ আপডেট অব ত্রিপুরা-র বলা যায় নতুন করে স্বপ্নের পথে চলা শুরু হয়েছে। আগরতলা প্রেস ক্লাবে ছিমছাম ছোট মাপের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ওয়েবে আত্মপ্রকাশ হল এই সংবাদ প্রতিষ্ঠানের। উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয় নান্দনিক নজরুল নৃ্ত্যের মধ্য দিয়ে অংশ নেয় অনামিকা মোদক, তারপর অথিথি বরন, প্রদীপ প্রজ্বলন হয়।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী শ্রী ভানুলাল সাহা। এছারাও রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক কল্যানব্রত চক্রবর্তী।