গোপাল সিং, খোয়াই, ৩ জুন ।। জঙ্গলে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে আর ফিরে আসা হলনা এক দম্পত্তির। ফিরে আসা হলোনা দু’বছরের শিশু কন্যার কাছে। পিতা-মাতার সান্নিধ্য যে ছোট্ট শিশু আর কখনো পাবেনা! কারন বুধবার সকালে খোয়াইয়ের চাম্পাহাওড় থানা এলাকার পশ্চিম লক্ষীছড়া এডিসি ভিলেজের সোনাচরণ বাড়ীর জঙ্গল থেকে এই দম্পত্তির মৃতদেহ উদ্ধার হয়। স্ত্রী শিলা তেলেঙ্গাকে গলা টিপে হত্যা করে স্বামী রতন নায়েককে গামছা গলায় বেঁধে ঝুলিয়ে হত্যার ঘটনায় গ্রামজুরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বুধবার সকালে এই মর্মান্তিক দৃশ্য দেখতে পেয়ে প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে চাম্পাহাওড় থানায় খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতালে পাঠায়। মঙ্গলবার লাকড়ি সংগ্রহ করতে জঙ্গলে গিয়ে রাত অবধি আর না ফেরায় মৃতার পিতা নেপাল তেলেঙ্গা আত্মীয়-পরিজনদের নিয়ে বহু খোঁজাখুজির পরও সন্ধান পাননি। অবশেষে বুধবার সকালে জঙ্গলে তল্লাসী চলাকালীন এই দৃশ্য দেখে স্বম্বিত হারিয়ে ফেলেন নেপাল বাবু। তবে একসাথে এই দম্পত্তির জোড়া লাশ উদ্ধার হওয়ায় রহস্য কেবল ধূমায়িত হচ্ছে। গৃহবধূটির উপর কোন নির্যাতন হয়েছে তা নিয়েও সন্দেহ উঁকি দিচ্ছে। তবে ময়না তদন্তের পরই গোটা রহস্য থেকে পর্দা উঠবে বলেই মনে করছেন তদন্তকারী পুলিশ।