আগরতলা, ৩ জুন ।। ভারত-বাংলাদেশের বর্তমান সুখকর অবস্থানকে পুরোপুরি ভাবে ব্যবহার করার প্রশ্নে দু’দেশই আন্তরিকতার পরিচয় দিয়েছে। ইতিমধ্যেই ভারতের অনুরোধে সাড়া দিয়ে বাংলাদেশ সাহায্য করায় আশুগঞ্জ থেকে ত্রিপুরায় চালবাহী লরী প্রবেশ করছে, দু’দেশ সন্মত হয়েছে জলপথ ব্যবহার করে ব্যবসা বৃদ্ধির পাশাপাশি শুরু হতে যাচ্ছে আগরতলা-ঢাকা-কলকাতা যাত্রীবাহী বাস সার্ভিস , প্রথামাফিক এই বাস যাত্রা শুরু হবে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের মধ্য দিয়ে। সৌহার্দ্য মৈত্রীর বন্ধনকে সুদৃঢ় করার বাস যাত্রার ট্রায়াল পর্বে মঙ্গলবার কলকাতা-ঢাকা হয়ে বাস ত্রিপুরায় প্রবেশ করেছে। বাংলাদেশ তথা পশ্চিমবাংলার সংশ্লিষ্ট দপ্তরের আধিকারীকরা ত্রিপুরায় এসেছেন।
ঢাকা হয়ে আগরতলা থেকে কলকাতা বাস সার্ভিসের ট্রায়াল রানে বুধবার সকালে আগরতলা থেকে একটি বাস কলকাতার উদ্দেশ্যে যাত্রা করেছে। এই বাসে রাজ্যের পরিবহণ সচিব সমরজিৎ ভৌমিকের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল যাত্রা করেছে। বন্ধুত্বের বন্ধনকে সুদৃঢ় করার এই বাস যাত্রা নিয়ে নয়া ইতিহাসের অপেক্ষায় দু’পারের মানুষ।