আগরতলা, ৪ জুন ।। “কৃষক সংগ্রাম ত্রিপুরা” নামে একটি মাসিক মূখপত্র প্রকাশ হল বৃহস্পতিবার। সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কাউন্সিল থেকে এই মাসিক মূখপত্র প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার মেলারমাঠস্থিত ভানুঘোষ স্মৃতি ভবনে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে বিকাল ৪টায় এই মাসিক মূখপত্রটি প্রকাশ হয়। “কৃষক সংগ্রাম ত্রিপুরা” নামে এই মাসিক মূখপত্র প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার উপাদক্ষ্য পবিত্র কর সহ সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কাউন্সিলের নেতা নেত্রীরা ও সি পি আই (এম) -এর সভ্য সমর্থকরা।