গোপাল সিং, খোয়াই, ১১ এপ্রিল || খোয়াইয়ে মিড ডে মিল প্রকল্পের কর্মীদের রাজ্য ভিত্তিক সাংগঠনিক কনভেনশন অনুষ্ঠিত হয়। শুক্রবার খোয়াই পুরোনো টাউন হলে অনুষ্ঠিত হয় মিড ডে মিল কুক কাম হেল্পার ওয়েলফেয়ার কমিটির রাজ্য কনভেনশন। উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার পাঁচ শতাধিক প্রতিনিধি। নন্দ কুমার দেববর্মা ও জ্যোতিষ দেববর্মাকে নিয়ে গঠিত সভাপতিমণ্ডলী সাংগঠনিক কনভেনশনের কাজ পরিচালনা করেন। এদিন এই কনভেনশনে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য আহ্বায়ক বীর কুমার দেববর্মা, যুগ্ম আহ্বায়ক সুচিত্রা দেববর্মা ও রাজ্য কমিটির সদস্যা পুতুল রাণী দাস।
সাংগঠনিক কনভেনশনে সংগঠনের আটটি জেলা কমিটির আহ্বায়কেরা নিজ নিজ জেলার পক্ষে রিপোর্টিং করেন। বক্তারা মিড ডে মিল প্রকল্পের কর্মীদের নিয়মিতকরণ করে ন্যুনতম আঠারো হাজার টাকা বেতন নির্ধারণ করা, অবসরকালীন পেনশন প্রদান করা, সারা বছর প্রতি মাসে বেতন প্রদানের প্রক্রিয়া নিশ্চিত করা, যখন তখন মিড ডে মিল প্রকল্পের কর্মীদের অনৈতিকভাবে ছাঁটাই না করা ও প্রকল্পের কর্মীদের বোনাস প্রদান করা ইত্যাদি দাবীতে সোচ্চার হয়ে সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন। বক্তারা দাবী আদায়ে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচীর উপরেও জোর দেন। জীবন জীবিকার মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান নেতৃবৃন্দ।কনভেনশনে সবশেষে নন্দ কুমার দেববর্মাকে সভাপতি করে মোট ৪১ জনের রাজ্য সাংগঠনিক কমিটি গঠন করা হয়।