ডিসান হাসপাতাল ও মেডিকেডস ল্যাবের যৌথ উদ্যোগে অত্যাধুনিক গ্যাস্ট্রোএন্টারোলজি ও ক্যান্সার ক্লিনিকের উদ্বোধন আগরতলায়

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল || কলকাতার ডিসান হাসপাতাল ও আগরতলার মেডিকেডস প্যাথলজিক্যাল ল্যাব ও এক্স-রে ক্লিনিকের যৌথ উদ্যোগে আগরতলায় একটি সর্বাধুনিক গ্যাস্ট্রোএন্টারোলজি ও ক্যান্সার ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে শনিবার। এদিন আগরতলা প্রেস ক্লাবের প্রাঙ্গণে অনুষ্ঠিত এই উদ্বোধন অনুষ্ঠানটি ত্রিপুরাবাসীর জন্য উন্নতমানের নির্ণয় ও চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নতুন এই ক্লিনিকটি ক্যান্সার ও লিভার সংক্রান্ত রোগে বিশেষায়িত চিকিৎসা ও পরামর্শ প্রদানের মাধ্যমে এলাকার স্বাস্থ্য পরিকাঠামোয় ঘাটতি পূরণের লক্ষ্য নিয়ে শুরু হয়েছে। ডিসান হাসপাতালের অভিজ্ঞতা ও আধুনিক ক্লিনিকাল পরিকাঠামোর সহায়তায় এখানে সেরা মানের পরিষেবা দেওয়া হবে।
এদিন উদ্বোধনের পর অনুষ্ঠানে একটি আউটরিচ ক্লিনিক ও কন্টিনিউইং মেডিকেল এডুকেশন (CME) অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় চিকিৎসক সমাজ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। শিক্ষামূলক এই অনুষ্ঠানে ডিসান হাসপাতালের খ্যাতনামা চিকিৎসকরা তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন।ডিসান হাসপাতালের কনসালট্যান্ট মেডিকেল অঙ্কোলজিস্ট ডাঃ শ্রেয়া মাল্লিক “স্তন ও ফুসফুস ক্যান্সারের সাম্প্রতিক চিকিৎসা অগ্রগতি” বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, যাতে তিনি ব্যক্তিকেন্দ্রিক ক্যান্সার চিকিৎসায় নতুন প্রযুক্তি ও তার রোগীর ফলাফলে প্রভাব নিয়ে আলোচনা করেন। অপরদিকে, ডাঃ অমিতাভ দত্ত, কনসালট্যান্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, “ফ্যাটি লিভার ডিজিজ” বিষয়ে একটি জ্ঞানগর্ভ বক্তব্য রাখেন, যাতে তিনি প্রাথমিক নির্ণয়, জীবনধারার পরিবর্তন এবং আধুনিক চিকিৎসা পদ্ধতির উপর আলোকপাত করেন।
ক্লিনিক উদ্বোধন প্রসঙ্গে ডিসান হাসপাতালের কর্ণধার, চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সজল দত্ত জানান, “ডিসান শুধুমাত্র বড় শহরেই নয়, অন্যান্য অনেক এলাকাতেও দক্ষতা বিস্তারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আগরতলায় গ্যাস্ট্রোএন্টারোলজি ও ক্যান্সার ক্লিনিক চালু করা উত্তর-পূর্ব ভারতে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার একটি পদক্ষেপ। আমরা বিশ্বাস করি, রোগের প্রাথমিক সনাক্তকরণ ও সময়মতো চিকিৎসাই সাফল্যের চাবিকাঠি, আর এই ক্লিনিক ত্রিপুরাবাসীর প্রতি আমাদের প্রতিশ্রুতি।”
মেডিকেডস প্যাথলজিক্যাল ল্যাব ও এক্স-রে ক্লিনিকের কর্ণধার কিশলয় ঘোষ বলেন, “ডিসান হাসপাতালের সঙ্গে হাত মিলিয়ে আগরতলায় সর্বোচ্চ মানের চিকিৎসা পরিষেবা নিয়ে আসতে পেরে আমরা গর্বিত। এই সহযোগিতা শুধু পরিকাঠামোগত নয়, বরং সময়োপযোগী বিশেষজ্ঞ পরিষেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার এক যৌথ স্বপ্ন বাস্তবায়নের সূচনা।”
এই উদ্যোগের মাধ্যমে ডিসান হাসপাতাল ও মেডিকেডস ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থায় এক দৃশ্যমান পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ যার মূল লক্ষ্য হলো রোগীদের সময়মতো, আধুনিক ও বিশেষায়িত চিকিৎসা প্রদান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*