আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল || রাজধানীর একটি বনিদি ক্লাব বিজয়ী সংঘ। রাজধানীর বনমালীপুরে এই ক্লাব অবস্থিত। এই ক্লাবের উদ্যোগে প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার দুই টাকার বিনিময়ে পথচারীদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
তাদের এই ‘অন্নসত্র’র দুবছর পূর্তি উপলক্ষে শনিবার বিজয়ী সংঘ ক্লাবের মহিলা সদস্যরাও এগিয়ে এসে পথচারীদের মধ্যে খাবার বিতরণ করে।