চীনে জাহাজডুবি: নিশ্চিত মৃত্যু ৮২, জাহাজ উদ্ধার

cnআন্তর্জাতিক ডেস্ক ।। চীনে প্রমোদতরী ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ৮২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং জীবিত উদ্ধার করা হয়েছে ১৪ জনকে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে সাড়ে তিন শতাধিক মানুষ এবং নৌ-দুর্ঘটনাটির পর চারদিন পেরিয়ে যাওয়ায় আর কাউকে জীবিত উদ্ধারের আশা নেই বলে জানিয়েছে প্রশাসন।
রয়টার্স জানিয়েছে, উদ্ধারকারী ভারী জাহাজের সহায়তায় জাহাজটি তুলে পানির উপরিভাগে নিয়ে আসা হলেও এখনো চারতলা জাহাজটির অধিকাংশই পানির নিচে রয়েছে। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে দুই শতাধিক ডুবুরি জাহাজটির প্রতিটি কেবিনে গিয়ে তল্লাশি চালাচ্ছেন।
সেনাবাহিনীসহ তিন হাজারেরও বেশি মানুষ উদ্ধারকাজে অংশ নিয়েছেন।
ইয়াংৎজে নদীতে ঝড়ের কবলে পড়ে ৪৫৮ জন যাত্রীবাহী জাহাজ গত সোমবার রাতে জাহাজটি উলটে যায়। জীবিত উদ্ধারকৃতদের মধ্যে জাহাজের ক্যাপ্টেন ও প্রধান প্রকৌশলী রয়েছেন এবং তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত মৃতদেহগুলোর অধিকাংশই জাহাজটির কর্মকর্তাদের হওয়ায় উদ্ধারকাজ নিয়ে প্রশ্ন তুলেছেন জাহাজে সফররত পর্যটক, অর্থাৎ নিখোঁজ নৌযাত্রীদের স্বজনরা।
এমনকি, ঝড় শুরু হওয়ার পরও জাহাজটি কেন নোঙর ফেলেনি বা তীরে ভেড়েনি, সে বিষয়েও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নিখোঁজ যাত্রীদের আত্মীয়-পরিজন।
প্রশাসন সঠিক তথ্য গোপন করছেন, এমন আশঙ্কায় অনেকেই স্বজনদের খোঁজে দূরদূরান্ত থেকে ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন।
তবে তদন্ত শেষ হওয়ার আগে কিছুই জানানো হবে না বলে জানিয়েছে বেইজিং।
এদিকে, টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে উদ্ধারকাজ ব্যাহত হ

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*