গোটা ভারত থেকে ম্যাগি নুডলস সরিয়ে নিচ্ছে নেসলে

mgজাতীয় ডেস্ক ।। ভীষণ সমালোচনা ও বিতর্কের মুখে পড়ে এবং দেশের বেশ কয়েকটি রাজ্য ম্যাগি নুডলস নিষিদ্ধ করায় গোটা দেশের বাজার থেকেই পণ্যটি সরিয়ে নিচ্ছে প্রক্রিয়াজাত খাদ্য প্রস্তুতকারী বহুজাতিক সুইস প্রতিষ্ঠান নেসলে।
বৃহস্পতিবার রাতে নেসলে ইন্ডিয়া এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। তবে এখনো নিজেদের পণ্যটিকে ‘সম্পূর্ণ নিরাপদ’ হিসেবে দাবি করছে প্রতিষ্ঠানটি।
এক বিবৃতিতে নেসলে ইন্ডিয়া জানায়, ‘দুর্ভাগ্যক্রমে পণ্যটি সম্পর্কে সম্প্রতি যেসব প্রচারণা শুরু হয়েছে, তাতে ভোক্তারা বিভ্রান্তিতে পড়েছেন। সৃষ্ট পরিবেশে বাধ্য হয়েই বাজার থেকে পণ্যটি সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আমরা প্রতিজ্ঞা করছি যে ভোক্তাদের মধ্যে বিশ্বস্ত এই পণ্যটি খুব শিগগিরই আবারো বাজারে ফিরিয়ে আনবো আমরা।’
দিল্লির পর গুজরাট, তামিল নাড়ু, জম্মু ও কাশ্মীর এবং উত্তরাখান্ড সহ মোট পাঁচটি রাজ্যে বৃহস্পতিবার ম্যাগি নুডলস সাময়িক নিষিদ্ধ করা হয় এবং পণ্যটি বাজার থেকে সরিয়ে নেয়ার জন্য নেসলে ইন্ডিয়াকে নির্দেশ দেয় রাজ্যগুলোর সরকার। পণ্যটিতে অতি মাত্রায় মনোসোডিয়াম গ্লুটামেট (এমএসজি) এবং সীসার উপস্থিতি থাকায় মানবদেহের জন্য পণ্যটি কতোটা স্বাস্থ্যকর, সে বিষয়ে দেশটি জুড়ে উদ্বেগ সৃষ্টি হওয়ার পরই রাজ্যগুলো এই সিদ্ধান্ত নেয়।
বিহার ও উত্তর প্রদেশও এমন কোনো পদক্ষেপ নেয়ার আগে ম্যাগি নুডুলসের নমুনা পরীক্ষা-নিরীক্ষার পর এখন ফলের অপেক্ষায় রয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*