আগরতলা, ৫ জুন ।। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৫ সালের উচ্চমাধ্যমিক, উচ্চমাধ্যমিক মাদ্রাসা আর্টস এবং মাদ্রাসা ফাজিল থিওলজি পরীক্ষার ফলাফল আগামী্কাল (শনিবার) প্রকাশিত হবে। ফলাফল প্রকাশের পরই সারা ত্রিপুরায় মোট ৯টি মার্কশিট বিতরণ কেন্দ্রের মাধ্যমে সকল বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পরীক্ষার্থীদের মার্কশিট ও পাশ সার্টিফিকেট পৌঁছানো হবে বলে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ –এর সভাপতি জানিয়েছেন।
আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পরই সকাল ৯টা ৪৫ মিনিটে নিন্মলিখিত সার্ভিস থেকে ফলাফল জানতে পারবে। ওয়েবসাইট : www.tbse.in, www.tripura.nic.in,www.tripuraresults.nic.in, www.tripurainfo.com, www.tripuratoday.com,www.tripurachronicle.in. Call Centre: 238-0566, 241-3946/0039/0156/0160/0165.