দেবজিত চক্রবর্তী, আগরতলা, ৫ জুন ।। পৃথিবী জুড়ে পালিত হয় ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই দিবসেই কেমন আছে প্রকৃতি আর পৃথিবী সেই হিসেব কষা হয়ও, বলতে দ্বিধা নেই – বিশ্ব যতই আধুনিক হচ্ছে সেই সঙ্গে বেড়ে চলেছে মাত্রাতিরিক্ত দূষন। বিশ্ব উষ্ণায়ন থেকে হিমালয় – দূষনের কবলে পড়ে আস্তে আস্তে সঙ্কটের মুখে ধাবিত হচ্ছে। পরিবেশ দূষনের জাল বিস্তৃত মহাকাশের বুক থেকে সমুদ্রের তলদেশ পর্যন্ত। সভ্যতার এই সময়ে কোন পথে দূষিত হচ্ছে পৃথিবী সেই বিষয়ে নতুন করে বলার কিছু নেই, পাপের খেসারত দিতে হবে কোনো একদিন এই পৃথিবীকেই।
বিশ্ব পরিবেশ দিবসে এই রাজ্যেও আয়োজিত হয়েছে সরকারী বেসরকারী স্তরে নানা সচেতনতামূলক অনুষ্ঠান, মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে পরিবেশ দূষনের হাত থেকে বিশ্বকে রক্ষা করতে হলে প্রতিটি বিশ্ববাসীকে সচেতন হতে হবে। আমতলীতে পরিবেশ দিবস কর্মসূচীতে চারাগাছ লাগিয়েছেন DYFI নেতৃত্বরা।