আন্তর্জাতিক ডেস্ক ।। বাংলাদেশ সফরকে জীবনের একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদেশে সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সন্ধ্যায় শাপলা হলে আয়োজিত দুই প্রধানমন্ত্রীর যৌথ সংবাদ বিবৃতিতে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
এ সময় তিনি বঙ্গবন্ধুকে এই অঞ্চলের মহান নেতা হিসেবে অভিহিত করেন। পাশাপাশি বাংলাদেশ সফরে এসে সম্মানিত বোধ করছেন বলেও উল্লেখ করেন মোদি।
এছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুয়সী প্রশংসা করে তার ভিশন ২০২১ এবং ভিশন ২০৪১ এরও প্রশংসা করেন মোদি।
বক্তব্যে বাংলাদেশ ও ভারতের সীমান্ত সুরক্ষার ব্যাপারে আরও পদক্ষেপ নেয়ার আশা ব্যক্ত করে দুই দেশের মধ্যে আস্থা বাড়ানোর ব্যাপারে গুরুত্বারোপ করেন মোদি।
এছাড়া মহাকাশ গবেষণায় ভারত-বাংলাদেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা প্রকাশ করে বাংলাদেশের বিদ্যুৎ খাতে সহযোগিতার হাত আরও প্রসারিত করার প্রতিশ্রুতি দেন মোদি।
এ সময় বাংলাদেশে ভারতের বিদ্যুৎ সহযোগিতা বর্তমানের ৫শ’ মেগাওয়াট থেকে বাড়িয়ে আগামী দুই বছরের মধ্যে ১১শ’ মেগাওয়াটে উত্তীর্ণের ঘোষণা দেন মোদি।
নিজের বক্তব্যে আঞ্চলিক সহযোগিতা ও যোগাযোগ বাড়ানোর ব্যাপারেও কথা বলেন মোদি। এ সময় ভারত-বাংলাদেশ-নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতা আরও বাড়ানোর ব্যাপারেও পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করেন মোদি।