আবার আসিবো ফিরে…

mdজাতীয় ডেস্ক ।। ৩৬ ঘণ্টার সফর শেষে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছেড়ে ভারতে ফিরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রোববার রাত ৮টা ৪০ মিনিটে ভারতের একটি বিশেষ বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিদায় জানান।
বাংলাদেশ ছাড়ার আগে এক টুইট বার্তায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে মোদি বলেন, ধন্যবাদ বাংলাদেশ। এই সফর আমার স্মৃতিতে ভাস্বর হয়ে থাকবে। এই সফর ভারত-বাংলাদেশ অংশীদারিত্ব সুদৃঢ় করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা অতীতের অমীমাংসিত বিষয় সাফল্যের সঙ্গে কাটিয়ে উঠেছি।
এটি আমাদের সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্ত সৃষ্টি করবে।
(Thank you Bangladesh. The visit will remain forever etched in my memory. Outcomes of the visit will lead to a stronger partnership. Most importantly, we successfully overcame long pending issues of the past & this will enable us to create a better future for our ties.)

এর আগে রোববার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভারতীয় হাইকমিশন ও ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন মোদি। এ সময় বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় জানান তিনি।
অনুষ্ঠানে মোদি বলেন, “দুই দিনের বাংলাদেশ সফর আমার সফল হয়েছে। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে এক বাক্যে বলতে পারি, আমি সব সময় বাংলাদেশের পাশে আছি। আবারো বলবো বাংলাদেশের সঙ্গেই আছি।”
মোদি বলেন, “বাংলাদেশের সঙ্গে আমার পূর্ণ যোগাযোগ রয়েছে। এ যোগাযোগ আমার জীবনে, আমার রাজনৈতিক জীবনে আমি যার কাছ থেকে পরশ পেয়েছি সেই বাজপেয়িকে বাংলাদেশ আজ সম্মান জানালো।”
প্রধানমন্ত্রী বলেন, “আমি সম্মান পেয়েছি একজন মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতির কাছ থেকে সম্মাননা পেয়ে। আরো সম্মান পেয়েছি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার উপস্থিতি পেয়ে। বক্তব্যের শেষের দিকে তিনি বাংলায় বলেন, আবার আসিবো ফিরে, ধানসিঁড়ির তীরে, এই বাংলায়। জয় বাংলা, জয় হিন্দ।”

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*