আগরতলা, ৭ জুন ।। রবিবার বিকালে রাজ্যের রাজ্যপাল তথাগত রায় আমতলীস্থিত বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশন পরিদর্শন করেন। পরিদর্শনকালে মিশনের অধ্যক্ষ হিতকামানন্দ মহারাজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রথমে রাজ্যপাল তথাগত রায় রামকৃষ্ণ মঠে যান, তারপর সেখান থেকে সারদা ভবনে গিয়ে মিশনের অধ্যক্ষ হিতকামানন্দ মহারাজ সহ অন্যান্যদের সাথে মতবিনিময় করেন।