চোরের আখড়ায় পরিনত জগন্নাথ জীউ মন্দির

Untitled-3দেবজিত চক্রবর্তী, আগরতলা, ০২ সেপ্টেম্বর ।।   রাধাষ্টমীর পবিত্র দিনে শহরের জগন্নাথ জীউ মন্দিরে পূণ্য সঞ্চয় গিয়ে মঙ্গলবার কৃষ্ণনগরের জনৈকা ভদ্র মহিলার মোবাইল সহ টাকার ব্যাগ চুরির ঘটনায় ভক্তদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভদ্রমহিলা যখন মাধুকরী প্রসাদ নিতে লাইনে দাঁড়িয়ে ছিলেন তখন ভক্তরুপী চোর হাতিয়ে নেয় মোবাইল ও টাকার ব্যাগ। ভদ্রমহিলা বলেছেন লাইনে উনার পেছনে দাঁড়ানো কোনো মহিলাই এই দুষ্কর্ম করেছে। জগন্নাথ জীউ মন্দিরে বেসরকারী নিরাপত্তা রক্ষী থাকলেও প্রায়দিনই চুরি পর্ব হচ্ছে মন্দিরে।

সাবধান ভক্তকূল – মন্দিরে গিয়ে প্রার্থনা করার সময় চোখ, কান খোলা না রাখলে জিনিষ খোয়া যাওয়ার হাত থেকে নিস্তার নেই। জগন্নাথ জীউ মন্দিরে একেবারে নিপাট ভদ্র সাজে আপনার পাশেই হয়তো চোর প্রার্থনা করছে মওকা বিঝে চুরি করে চমপট – চুরির পরেও কোনো ভক্ত যদি বলে সব ভগবানের ইচ্ছা, তবে কিছু বলা কওয়ার নেই।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*