খেলাধুলা ডেস্ক ।। বহুল প্রতীক্ষিত ভারত-বাংলাদেশ ক্রিকেট সিরিজ উপলক্ষে সোমবার ঢাকায় পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল। দেশ ছেড়ে রওনা দেয়ার আগে ভারতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি স্পষ্ট করেই জানালেন- যা শেখার শিখে নিয়েছে দলটি, এবার তা কাজে প্রমাণ করে দেখানোর পালা।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বাংলাদেশ দলের প্রতি কোহলির দৃষ্টিভঙ্গি কেমন হবে জানতে চাইলে সাংবাদিকদের কোহলি জানান, ম্যাচ জেতাই একমাত্র লক্ষ্য তাদের। তিনি বলেন, ‘আমরা প্রতিদিনই শিখি, একথা ঠিক। কিন্তু তা যথেষ্ট নয়। শেখার জন্য খেলছি, এমন মানসিকতা নিয়ে খেলার প্রয়োজন আমাদের আছে বলে আমি মনে করি না। আমরা অনেকদিন ধরেই খেলছি এবং আমরা জানি যে ঐক্যবদ্ধ হয়ে আমরা কী অর্জন করতে চাই। প্রতিটি খেলাতে জেতার জন্যই আমরা খেলবো।’
মাত্র কিছুদিন আগেই শেষ হওয়া ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতের মধ্যে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে বেশ স্পষ্ট করেই কোহলি জানালেন, বিশ্বকাপে যা হয়েছে, তা ইতিহাস এবং সামনের খেলাগুলোতে আগের ঘটনা টেনে নেয়া হবে না।
তিনি বলেন, ‘অতীতে আমাদের মধ্যে কিছু সমস্যা হয়েছিল। কিন্তু বিশ্বকাপ শেষ হয়ে গেছে এবং তারপর থেকে আমরা আরো অনেক খেলায় অংশ নিয়েছি। তাই আমার মনে হয় না যে ওই ঘটনাগুলো কোনো দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে।
রোববার ইডেন গার্ডেনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কোহলি। বেশ জোরের সাথেই তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে যাচ্ছি খেলতে এবং টেস্ট ম্যাচে জিততে এবং সেটাই আমাদের মূল লক্ষ্য। এখানে বিরুদ্ধ পক্ষের প্রতি কোনো প্রতিশোধপরায়ণতা কিংবা অসুস্থ অনুভূতির জায়গা নেই। এটা নিছকই পবিত্র পেশাদারিত্ব।’
অধিনায়কের প্রতি সমর্থন জানিয়েই ভারতীয় দলের দায়িত্বে থাকা রবি শাস্ত্রী বলেন, ‘বাংলাদেশসহ প্রত্যেকটি বিরোধী দলকেই আমরা শ্রদ্ধা করি এবং তাদের সাথে ভালো খেলার বিষয়ে আমরা আত্মবিশ্বাসী।’