জাতীয় ডেস্ক ।। ভারতের দিকে ধেয়ে আসছে দানবী ঘূর্ণিঝড় ‘অশোবা’। আরব সাগরে ঘনীভূত হয়েছে তীব্র নিম্নচাপ। সেই নিম্নচাপ গত ৬ ঘণ্টা ধরে ভারতের পশ্চিম উপকূলের দিকে ধেয়ে আসছে।
ঘূর্ণিঝড় আছড়ে পড়বে মুম্বাই উপকূলে। আগামী ৩৬ ঘণ্টার মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। মুম্বাই ছাড়াও ভেরাভাল ও ওমানের মাসিরা দ্বীপেও প্রভাব ফেলবে এই ঝড়।
মুম্বাইয়ের ৫৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম থেকে ধেয়ে আসবে এই ঝড়। ঘূর্ণিঝড়ের পাশাপাশি ব্যাপক বৃষ্টিও হবে। কর্ণাটক, কোঙ্কন, গোয়া ও গুজরাতের দক্ষিণ উপকূলজুড়ে হবে ভারী বৃষ্টি। কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্রে প্রথমে এই ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার। এরপর আগামী ২৪ ঘণ্টায় গতিবেগ বেড়ে ৯০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় হতে পারে। ভয়াবহ আকার নেবে সমুদ্র। আগামী ৪৮ ঘণ্টায় উপকূল কিংবা সমুদ্রে মাছ না ধরতে মৎস্যজীবীদের সতর্কবার্তা দেয়া হয়েছে। যারা এখন মাঝ-সমুদ্রে রয়েছেন তাদের দ্রুত ফিরে আসতে বলা হয়েছে।