মাদক মামলায় পুলিশের জালে তেলিয়ামুড়ার প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রসেনজিৎ

ফাইল ছবি

সাগর দেব, তেলিয়ামুড়া, ১৯ মে || মাদক মামলায় এবার পুলিশের জালে তেলিয়ামুড়ার প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রসেনজিৎ! অসম রাজ্যের বাজারি ছড়া থানার পুলিশ, তেলিয়ামুড়া থানার সহযোগিতায় তেলিয়ামুড়া শান্তিনগর এলাকা থেকে রবিবার সকালে তেলিয়ামুড়ার সার ব্যবসায়ী তথা সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাবের সম্পাদক প্রসেনজিৎ রায়’কে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, গোটা তেলিয়ামুড়া শহরে প্রসেনজিৎ রায়ের সামান্য একজন সার ব্যবসায়ী থেকে মাদক সাম্রাজ্যের সম্রাট হয়ে উঠার উপাখ্যানের চাপা গুঞ্জন চললেও, প্রমাণের অভাবে কিংবা প্রসেনজিৎ বাবুর অর্থ ও ক্ষমতার ভয়ে কেউই প্রকাশ্যে কিছুই বলতে সাহস পায়নি।
অবশেষে, সেই মাদক সাম্রাজ্যের সম্রাট প্রসেনজিৎ এবার মাদক মামলায় আসাম পুলিশের হাতে গ্রেপ্তার হলো। আসামের বাজারি ছড়া থানায় দায়েরকৃত NDPS মামলা নম্বর 211/24 এর 22(c)/25/29 ধারায় প্রসেনজিৎ রায়কে গ্রেপ্তার করা হয়।
প্রসেনজিতের গ্রেপ্তারির পর এবার এই প্রসেনজিৎ রায়ের সামান্য একজন সার ব্যবসায়ী থেকে কোটি কোটি টাকার অর্থে বলিয়ান মাদক সাম্রাজ্যের সম্রাট হয়ে উঠার উপাখ্যানের সত্যতা কিছুটা হলেও প্রকাশ্যে এসেছে।
একাধিক বিশ্বস্ত সূত্রে খবর, এই প্রসেনজিৎ রায় আজ থেকে কয়েক বছর পূর্বেও কৃষ্ণপুর বিধানসভা এলাকার ডি.এম কলোনী গ্রামের স্থায়ী বাসিন্দা ছিল, কিন্তু আচমকাই হঠাৎ কোটি কোটি টাকার মালিক হয়ে যায় এই প্রসেনজিৎ, এরপরেই তেলিয়ামুড়া শহরের উপকণ্ঠে শান্তিনগর এলাকায় জায়গা ক্রয় করে বহুতল বিশিষ্ট রাজপ্রাসাদের মতো বাড়ি নির্মাণ করে ফেলে এই প্রসনজিৎ, তৎসঙ্গে নিজের অর্থ বলে এলাকার স্থানীয় সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাবের সম্পাদকের পদ হাসিল করে সামাজিকভাবেও নিজেকে শক্তিশালী করে তোলে।
এখন প্রশ্ন কিভাবে প্রসেনজিৎ একজন সাধারণ সার ব্যবসায়ী থেকে এত কোটি কোটি টাকার মালিক হয়ে উঠে? প্রশাসন কি এই বিষয়ে গুরুত্ব আরোপ করে তদন্ত শুরু করবে?

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*