সুব্রত দাস, গন্ডাছড়া, ১৯ মে || এবার শাসকদল বিজেপি’র ঘরে হানা দিলো শরিক দল তিপ্রা মথার যুবনেতা তথা ইএম রাজেশ ত্রিপুরা। কিষান মোর্চার মন্ডল সম্পাদক সহ ৫১পরিবারের মোট ১৮৬ জন ভোটার নিজের তিপ্রা মথা দলে ভিরালেন ইএম রাজেশ ত্রিপুরা। ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার তিপ্রা মথা দলের আহ্বানে রবিবার মহকুমার নারায়ণপুর বাজার সংলগ্ন রাইমা সাইমা টাউন হল মাঠে এক সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন নেতৃত্ব রতন বিকাশ চাকমা, সরজয় ত্রিপুরা, বাসুদেব চাকমা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইএম রাজেশ ত্রিপুরা।
উক্ত সভায় আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে বিগত বছরগুলিতে তিপ্রা মথা দলের উন্নয়নমূলক কাজকর্মের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা।উক্ত সভায় রাইমাভ্যালি মন্ডলের কিষান মোর্চার সম্পাদক দুলাল দাস সহ ৫১টি পরিবারের মোট ১৮৬ জন বাঙালী ভোটার তিপ্রা মথা দলে যোগ দেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে নিজ তিপ্রা মোথা দলে স্বাগত জানান ইএম রাজেশ ত্রিপুরা।
এদিন প্রধান অতিথির ভাষনে ইএম রাজেশ ত্রিপুরা বলেন, তিপ্রা মথা দল কোন ভাবেই জনজাতি ভিত্তিক দল নয়। এই তিপ্রা মথা দল জাতি জনজাতি অংশের সম্মিলিত দল। তিনি আরো বলেন, এক জাতিতে সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই আমরা সকলে মিলে এডিসি এলাকার উন্নয়ন বাস্তবে রূপ দিতে চাই। ইএম রাজেশ ত্রিপুরা প্রসঙ্গ টেনে বলেন, বুবাগ্রার দয়ায় সিপিআই(এম) নেতা জিতেন্দ্র চৌধুরী সাব্রুম থেকে জয়ী হয়েছেন। তিপ্রা মথা দল সকলকে নিয়ে এডিসি এলাকা সহ গোটা ত্রিপুরার উন্নয়ন চায়।