আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ মে || কাশ্মীরের পেহেলগামে সেনা জওয়ানদের উপর বর্বর হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদে ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃঢ় নেতৃত্বকে সম্মান জানিয়ে শনিবার ত্রিপুরা জুড়ে প্রতিটি বিধানসভা কেন্দ্রেই আয়োজিত হয় বিশাল তিরঙ্গা যাত্রা।
পশ্চিম ত্রিপুরার বেলাবর পঞ্চায়েতে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা নিজে উপস্থিত থেকে এই যাত্রায় অংশগ্রহণ করেন। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি বিধায়িকা মীনা রাণী সরকার এবং পশ্চিম জেলা বিজেপি সভাপতি অসীম ভট্টাচার্য।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে বার্তা পৌঁছে দিতে গোটা এলাকা দেশপ্রেমের আবহে মুখর হয়ে ওঠে।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা দেশ একজোট। আমরা প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে দেশকে সুরক্ষিত রাখব।”
বেলাবরের পাশাপাশি খয়েরপুরে বিশাল মিছিলের নেতৃত্ব দেন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী। আগরতলায় মিছিলের অগ্রভাগে ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিজেপি নেত্রী পাপিয়া দত্তা সহ একাধিক নেতৃবৃন্দ। হাতে হাতে জাতীয় পতাকা, স্লোগান ও দেশপ্রেমের গান— সব মিলিয়ে গোটা রাজ্য জুড়ে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
এই তিরঙ্গা যাত্রাগুলির মাধ্যমে পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক অভিন্ন প্রতিবাদ ধ্বনিত হয় এবং জাতীয় ঐক্যের বার্তা তুলে ধরা হয়। নারী, যুব, প্রবীণ সহ সমাজের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ত্রিপুরা বিজেপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, এই যাত্রা শুধু প্রতিবাদ নয়, দেশের প্রতিটি মানুষের সংহতির প্রতীকও বটে।