আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ মে || ত্রিপুরা পুলিশের নবনিযুক্ত মহানির্দেশক আইপিএস অনুরাগ, সোমবার রাজধানীর পুলিশ সদর দপ্তরে (PHQ) রাজ্যের শীর্ষ পুলিশ আধিকারিক ও ইউনিট প্রধানদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেন। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার পুলিশ প্রধানদের সঙ্গেও আলোচনা করেন। বিশেষভাবে পশ্চিম জেলার পুলিশ আধিকারিকদের সঙ্গে পৃথক বৈঠকে তিনি পুলিশের কার্যপদ্ধতি আরও কার্যকর ও জনমুখী করার উপর জোর দেন। ডিজিপি শ্রী অনুরাগ পেশাগত নিষ্ঠা, সমন্বিত প্রচেষ্টা ও সমাজমুখী পুলিশিংয়ের মাধ্যমে রাজ্যবাসীর নিরাপত্তা নিশ্চিত করার বার্তা দেন।