আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ মে || আগরতলা স্মার্ট সিটির সিইও শৈলেশ যাদবের উদ্যোগে আগরতলা পুর নিগম এলাকার পথ ব্যবসায়ীদের জন্য খাদ্য সুরক্ষা ও স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। মঙ্গলবার রাজধানীর সুকান্ত একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
অনুষ্ঠানে পথ ব্যবসায়ীদের উদ্দেশ্যে খাদ্য সুরক্ষা ও সুস্বাস্থ্য বিষয়ে আলোচনা করেন মেয়র।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পুর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারপার্সন রত্না দত্ত, সাউথ জোনের চেয়ারপার্সন অভিজিৎ মল্লিক, নর্থ জোনের চেয়ারপার্সন প্রদীপ চন্দ, পুর নিগমের এমআইসি সদস্য বাপি দাস ও সদস্য উদয় ভাস্কর চক্রবর্তী, স্বাস্থ্য দপ্তরের জেলা স্বাস্থ্য আধিকারিক মৌসুমী ঘোষ সহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।