খেলাধুলা ডেস্ক ।। কোপা আমেরিকা ফুটবল আসর দেখতে আর একটা মাত্র রাত ঘুমাতে পারবেন আপনি। তার কারণ কোপা শুরু হচ্ছে ১১ তারিখে। আবার টুর্নামেন্টের অনেকগুলো খেলা বাংলাদেশের সময় গভীর রাতের হবে। সেহেতু বলাই যায় আপনি যদি খেলা দেখেন তাহলে রাতের ঘুম আপনার ভাগ্য থেকে উঠেই যাবে বৈকি।
এবারের কোপায় মোট ১২টি দল ৩টি গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে। খেলার চূড়ান্ত সময়সূচী নিম্নরূপ:
গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি
চিলি আর্জেন্টিনা ব্রাজিল
মেক্সিকো উরুগুয়ে কলম্বিয়া
ইকুয়েডার পেরাগুয়ে পেরু
বলিভিয়া জামাইকা ভেনিজুয়েলা
খেলার সময় সূচি
১২.৬.২০১৫ সকাল ৫টা চিলি বনাম ইকুয়েডার
১৩.৬.২০১৫ সকাল ৫টা মেক্সিকো বনাম বলিভিয়া
১৪.৬.২০১৫ রাত ১২.৩০টা উরুগুয়ে বনাম জামাইকা
১৪.৬.২০১৫ রাত ৩টা আর্জেন্টিনা বনাম পেরাগুয়ে
১৫.৬.২০১৫ রাত ১টা কলম্বিয়া বনাম ভেনিজুয়েলা
১৫.৬.২০১৫ রাত ৩টা ব্রাজিল বনাম পেরু
১৬.৬.২০১৫ রাত ৩টা ইকুয়েডার বনাম বলিভিয়া
১৬.৬.২০১৫ সকাল ৫টা চিলি বনাম মেক্সিকো
১৭.৬.২০১৫ রাত ৪.৩০টা পেরাগুয়ে বনাম জামাইকা
১৭.৬.২০১৫ সকাল ৫টা আর্জেন্টিনা বনাম উরুগুয়ে
১৮.৬.২০১৫ সকাল ৫টা ব্রাজিল বনাম কলম্বিয়া
১৯.৬.২০১৫ সকাল ৫টা পেরু বনাম ভেনিজুয়েলা
২০.৬.২০১৫ রাত ৪.৩০টা মেক্সিকো বনাম ইকুয়েডার
২০.৬.২০১৫ সকাল ৫টা চিলি বনাম বলিভিয়া
২১.৬.২০১৫ রাত ২.৩০টা উরুগুয়ে বনাম পেরাগুয়ে
২১.৬.২০১৫ রাত ৩টা আর্জেন্টিনা বনাম জামাইকা
২২.৬.২০১৫ রাত ২.৩০টা কলম্বিয়া বনাম পেরু
২২.৬.২০১৫ রাত ৩টা ব্রাজিল বনাম ভেনিজুয়েলা
কোয়ার্টার ফাইনাল ক্রীড়াসূচী
২৫ জুন (সকাল ৫টা), ২৬ জুন (সকাল ৪.৩০টা), ২৭ জুন (সকাল ৫টা), ২৮ জুন (রাত ৪.৩০টা)।
সেমিফাইনাল ক্রীড়াসূচী
৩০ জুন (সকাল ৫টা), ১ জুলাই (সকাল ৫টা)।
তৃতীয় স্থানের জন্য ম্যাচ
৪ জুন ২০১৫ (সকাল ৫টা)
ফাইনাল ম্যাচ
৫ জুলাই ২০১৫। রাত ১.৩০টা