ট্রেন থামাতে আর ‘শিকল’ টানতে হবে না

jhfজাতীয় ডেস্ক ।। পৃথিবীর বিভিন্ন দেশে যাত্রীদের সুবিধার জন্য যাত্রাপথের মাঝে ট্রেন থামানোর জন্য শিকল টানার একটা ব্যবস্থা রাখে। যাতে যাত্রীরা মাঝপথে বিপদের সম্মুখীন হলে সেটা ড্রাইভার বুঝতে পারে। ‘ট্রেন থামাতে শিকল টানুন, অযথা টানিলে ২০০টাকা জরিমানা’ ট্রেনে উঠলেই এমন লেখা দেখা যায়। তবে সম্প্রতি রেল কর্তৃপক্ষ সতর্কীকরণ এই পদ্ধতিটিকেই তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কিন্তু, হঠাৎ এমন সিদ্ধান্ত কেন?

রেলের দাবি, যাত্রীদের সুবিধার্থে বিষয়টি চালু করা হলেও বর্তমানে বেশির ভাগ ক্ষেত্রেই এই ব্যবস্থার অপব্যবহার করা হয়। কোনও কারণ ছাড়াই চেন টানার ফলে অযথা ট্রেন চলাচলে দেরী হয়। রেলের সমীক্ষায় দেখা গিয়েছে, অযথা চেন টেনে ট্রেন থামানোর কারণে রেলের অনেক আর্থিক ক্ষতিও হয়। ট্রেন পরিষেবা স্বাভাবিক রাখতেই এমন সিদ্ধান্ত বলে রেলকর্তাদের দাবি।

তাহলে মাঝপথে বিপদ হলে যাত্রীরা কী করবেন?
রেলের এক আধিকারিক জানান, ট্রেনের চালক এবং সহকারী চালকের মোবাইল নম্বর লেখা থাকবে প্রতিটি কামরায়। আপত্কালীন যে কোনও অবস্থায় যাত্রীরা তাঁদের ফোন করতে পারেন। পাশাপাশি, পুরো বিষয়টি তদারকির জন্য ওয়াকি-টকি নিয়ে এক জন করে কর্মী ট্রেনের প্রতি তিন কামরার দায়িত্বে থাকবেন। দূরপাল্লার প্রত্যেক ট্রেনেই এই ব্যবস্থা থাকবে। ইতিমধ্যেই উত্তর-পূর্ব রেল এ বিষয়ে কাজ শুরু করে দিয়েছে বলে রেল সূত্রে থেকে জানা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*