দেবজিত চক্রবর্তী, আগরতলা, ৯ জুন ।। ইতিমধ্যেই ১৩ প্রতাপগড় (এস সি) এবং ৪৬ সুরমা (এস সি) আসনের উপনির্বাচনে বিজেপি শুধু নম্বর বাড়ানোই নয়, পূর্ণ সফল হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে। ১৭ই জুন দুই আসনের ভোট নিয়ে প্রচার পর্ব আস্তে আস্তে তেজী হচ্ছে। এই দুই আসনের ভোটে প্রথম স্থান দখল নিয়ে বিজেপি যে প্রত্যয় ব্যক্ত করেছে ফলাফল ঘোষনার পরেই বোঝা যাবে জমি দখলে মানুষ কতদূর সাড়া দিয়েছে। মঙ্গলবার, ১৩ প্রতাপগড় কেন্দ্রের শূন্য আসনের উপনির্বাচনে বিজেপি প্রার্থী মৌসুমী দাস মিছিল সহযোগে সদর মহকুমা অফিসে মনোনয়ন দাখিল করেছেন। বিজেপি প্রার্থীর মনোনয়ন পত্র জমা দেয়ার মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য দলের নেতৃবৃন্দ।