দেবজিত চক্রবর্তী, আগরতলা, ৯ জুন ।। সদা ব্যস্ত বটতলার হাওড়া ব্রীজের নেতাজীর স্ট্যাচুর সামনে মঙ্গলবার হঠাৎ করেই ভূ-গর্ভস্থ গ্যাস পাইপ লাইন লিকের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই ভীত, সন্ত্রস্থ হয়ে পড়েন। দুপুর পৌনে বারোটা নাগান এই গ্যাস পাইপ লাইন লিক হয়ে গ্যাস নির্গত হতে থাকে। কিছুক্ষনের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয় বাধারঘাট ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। গ্যাস লিক ঠেকাতে পর্যাপ্ত বালি দিয়ে সাময়িকভাবে গ্যাস নির্গমন বন্ধ করা হয়। ঘটনার সংবাদ পেয়ে TNGCL-র কর্তৃপক্ষ গ্যাস লিকের কারন অনুসন্ধানে গিয়েছেন বলে জানা গেছে। বড় মাপের দুর্ঘটনড্র হাত থেকে রক্ষা পাওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলেছেন উৎকণ্ঠিত মানুষ।