জাতীয় ডেস্ক ।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ীকে দেয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্মাননা তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছেন।
বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে সাথে নিয়ে অটল বিহারী বাজপেয়ীর পরিবারের সদস্যদের হতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্মাননা স্মারকটি হস্তান্তর করেন তিনি।
গত শনিবার দু’দিনের বাংলাদেশ সফরের প্রথমদিন অটল বিহারী বাজপেয়ীর পক্ষে এ মুক্তিযুদ্ধ সম্মাননা গ্রহণ করেন নরেন্দ্র মোদি।