গোপাল সিং, খোয়াই, ১১ জুন ।। সোমবার খোয়াই মহকুমার সীমান্ত লাগুয়া গ্রাম বেলছড়ায় স্থানীয় মানুষ ও বিএসএফ এর সহযোগিতায় ধরা পড়ল দুই বাংলাদেশী গবাদি পশু চোর। মঙ্গলবার ধৃত দুই বাংলাদেশী গরু চোরকে খোয়াই থানার পুলিশ আদালতে তোলে। ধৃতরা হল হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার নতুন বাজারের বাসিন্দা শ্যামসুর হক এবং একই থানা এলাকার মালবারচক এর বাসিন্দা শহিদুল হক। খোয়াই বেলছড়া বিওপি’র কর্মরত বিএসএফ ১০ ব্যাটেলিয়ান এর জওয়ানরা এই দুই গরু চোরকে আটক করে। তারা বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে বেলছড়া এলাকার ভারতীয় ভূখন্ডে প্রবেশ করে, গরু চুরির উদ্দেশ্যে। গ্রামের মানুষ গুরু চোরের উপস্থিতি আঁচ করতে পেয়ে সোমবার রাতেই চোরের সন্ধানে খোঁজ চালায়। স্থানীয় জনগন ও বিএসএফ এর যৌথ অভিযানে দুই চোরকেই আটক করা সম্ভব হয়। বুধবার বাংলাদেশী চোরদের খোয়াই আদালতে তোলা হলে আদালত তাদের জেল হাজতে পাঠায়। সীমান্ত কাঁটা তারের বেড়া কেঁটে প্রতিনিয়তই ভারতীয় ভূখন্ডে বাংলাদেশী দূর্বৃত্তদের আগমন ও চুরি-ডাকাতির মতো ঘটনা ঘটে চলছে। তবে বিএসএফ’এর এধরনের উদ্যোগ আগামী দিনেও যাতে জারি থাকে সেই আশা ব্যাক্ত করেছেন সীমান্ত লাগুয়া গ্রামের নিরীহ জনসাধারন।