বিদ্যুতের কবলে বিয়ের বাস, নিহত ২৫ বরযাত্রী

rjজাতীয় ডেস্ক ।। রাজস্থানে চলন্ত একটি বিয়ের বাসে উচ্চ মেগাওয়াট সম্পন্ন বৈদ্যুতিক তার জড়িয়ে ২৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন।
শুক্রবার রাজস্থানের টঙ্ক জেলার পেশোয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এনডিটিভি সংবাদে জানা যায়, দুর্ঘটনাস্থলেই ১৭ জনের মৃত্যু ঘটে। হাসপাতলে নেওয়ার পর আরো ৮ জন মারা যান। ৫০ জন বরযাত্রী নিয়ে বাসটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল।
বাসটি বরযাত্রী নিয়ে যাওয়ার সময় তাতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। তবে কী কারণে বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে তা জানা যায়নি বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।
পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে টুইটারে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
হতাহতদের রাজ্যের পক্ষ দ্রুত সহযোগিতার কথাও বলেছেন তিনি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*