দেবজিত চক্রবর্তী, আগরতলা, ০৩ সেপ্টেম্বর ।। ত্রিপুরার রাজ পরিবারের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক স্থাপনে বিশেষ ভূমিকা ছিল মহিম ঠাকুরের। তৎকালীন সময়ে ত্রিপুরার উন্নয়নে কর্মসূচী রুপায়নে মহিম ঠাকুরের অবদান ছিল। বৃহস্পতিবার শহরের কর্নেল চৌমূহনীতে বিকেল ৪টায় কর্নেল মহিম ঠাকুরের মর্মর মূর্তির আবরন উন্মোচন করবেন রাজ্যের পরিবহন মন্ত্রী মানিক দে। তারই প্রস্তুতি চলছে কর্নেল চৌমূহনীতে।
বুধবার কর্নেল চৌমূহনী থেকে শান্তনু চক্রবর্তীর তোলা ছবি।