১৯৯ দিন মহাকাশে কাটিয়ে ফিরলেন ৩ নভোচারী

cghআন্তর্জাতিক ডেস্ক ।। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১৯৯ দিন কাটানোর পর পৃথিবীতে ফিরেছেন তিনজন নভোচারী, জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
অভিযানে নেতৃত্ব দিয়েছেন কমান্ডার টেরি ভার্টস(৪৩) এবং তার অধীনে ছিলেন সামান্থা ক্রিস্টোফোরেত্তি ও অ্যান্টন শাপ্লেরোভ।
তাদের নিয়ে মহাকাশযান সয়ুজ টিএমএ-১৫এম কাজাখস্তানে সন্ধ্যার দিকে অবতরণ করে বলে জানানো হয়েছে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে।
গত ১৪ মে মহাকাশযানটির পৃথিবীতে ফেরত আসার কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে প্রায় এক মাস দেরি হয় নভোচারী দলটির।
এই ত্রুটি অবশ্য ইতিহাসে নাম লিখিয়ে দিয়েছে ক্রিস্টোফোরেত্তির। কারণ মহাকাশে সবচেয়ে বেশি সময় ধরে অবস্থান করা নারী হিসেবে ইতিহাসের পাতায় উঠে এসেছে এই ইতালীয় নারী নভোচারীর নাম। মহাকাশে এটাই ছিল ক্রিস্টোফোরেত্তির প্রথম অভিযান।
এক্ষেত্রে আগের রেকর্ডটি ছিল নাসার আরেক নারী নভোচারী সুনিতা সুনি উইলিয়ামসের। ১৯৪ দিন ১৮ ঘণ্টা দুই মিনিট মহাকাশে কাটিয়ে ২০০৭ সালের জুন মাসে পৃথিবীতে ফিরেছিলেন তিনি।
টেরি ভার্টসের দলটি মহাকাশে গবেষণাকালীন এবং প্রযুক্তি পরীক্ষণকালীন প্রায় আট কোটি ৪০ লাখ মাইল পথ পাড়ি দিয়েছেন। এই দলটির অবর্তমানে মহাকাশ স্টেশনের দায়িত্ব নিয়েছেন রুশ যুক্তরাষ্ট্রীয় মহাকাশ সংস্থার মহাকাশচারী গেনেডি পাদালকা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*