নিজ দলীয় মন্ত্রীর অসততায় পাশে নেই কেজরিওয়াল

tmrজাতীয় ডেস্ক ।। দিল্লির সাবেক আইনমন্ত্রী জিতেন্দ্র সিং তোমার পাশে পাচ্ছেন না মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে ভুয়া সনদপত্র প্রদর্শনের অভিযোগে মন্ত্রীত্ব হারিয়েছেন তোমার।
শুক্রবার গণমাধ্যম জি নিউজ জানিয়েছে, দিল্লির সদ্য সাবেক আইনমন্ত্রীর উপর চরম ক্ষেপেছেন আম আদমি পার্টি প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তোমারকে দল থেকে বহিস্কার করার কথাও ভাবছেন তিনি। বিষয়টি নিয়ে দলীয় নেতাদের সাথে বসেও ছিলেন তিনি।
প্রতিবেদনে আরো বলা হয়, জিতেন্দ্র সিং তোমারকে নিয়ে আগামী দু’দিনের মধ্যেই একটি সিদ্ধান্ত নেবে এএপি। তার এই দুঃসময়ে দলটি কোনো সহযোগিতা করবে না বলা জানা গেছে। দলের অন্য কোনো নেতা এই ধরনের কাজ করলে করলে সবার ক্ষেত্রে একই সিদ্ধান্ত গ্রহণ করবে কেজরিওয়ালে দল।
প্রসঙ্গত, উত্তর প্রদেশের একটি কলেজ থেকে ডক্টরেট ডিগ্রি পাওয়ার প্রমাণ হিসেবে সনদপত্রটি কেজরিওয়ালকে দেখানোর চেষ্টা করেছিলেন জিতেন্দ্র। তখন তিনি জিতেন্দ্র জানান, ওই কলেজ থেকেই স্নাতক ডিগ্রিও অর্জন করেছেন তিনি। স্বপক্ষে যুক্তি সাজাতে কেজরিওয়ালকে একটি মিথ্যে আরটিআই’র জবাবও দেখিয়েছিলেন তিনি।
পরে তদন্তের জন্য তাকে ওই কলেজে নিয়ে গেলে দিল্লি পুলিশ জানতে পারে, ফাইজাবাদের কলেজটির শিক্ষার্থীই কখনো ছিলেন না দিল্লির সাবেক আইনমন্ত্রী।
তার প্রাপ্ত আরেকটি ডিগ্রির সত্যতা যাচাইয়ের জন্য বিহারের একটি আইন কলেজে শুক্রবার তাকে নিয়ে যাচ্ছে পুলিশ।
প্রসঙ্গত, এক মাস আগে উত্থাপিত এক অভিযোগের ভিত্তিতে দিল্লির তৎকালীন আইনমন্ত্রী জিতেন্দ্র সিং তোমারকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে আনা হয়েছিল নির্বাচনের মনোনয়নপত্রে স্নাতক পর্যায়ের ভুয়া ডিগ্রি দাখিলের অভিযোগ।
এরই ধারাবাহিকতায় গ্রেপ্তার হওয়ার পর গত মঙ্গলবার মন্ত্রীত্ব থেকে ইস্তফা দেন জিতেন্দ্র সিং তোমার।
উল্লেখ্য যে, দলটির আরো দুই বিধায়ক- সুরেন্দর সিং ও বিশেষ রবির বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে। দিল্লির নির্বাচনে যে বিজেপি প্রার্থীকে সুরেন্দর সিং পরাজিত করেছিলেন, তিনিই আদালতে এই এএপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*