রাজ্য থেকে আইএস জঙ্গি সন্দেহে বাংলাদেশি গ্রেপ্তার

slআগরতলা, ১২ জুন ।। আগরতলায় ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের সাথে ‘যোগসাজশ’ থাকার সন্দেহে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম বালালি মিয়া (২৬)। তার কাছ থেকে কিছু ‘গুরুত্বপূর্ণ নথি’ উদ্ধার করা হয়েছে। রাজ্য পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। বালালিকে আটকের পরই গোয়েন্দা কর্মকর্তারা রাজ্যের বেসামরিক প্রশাসন ও পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।
শুক্রবার শিলং টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গ্রেপ্তার হওয়া বালালি মিয়ার বাড়ি কুমিল্লার কান্দিরপাড় এলাকায়। বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য তাকে সাতদিনের পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন সেখানকার আদালত।
গত মঙ্গলবার আগরতলা বিমানবন্দর থেকে বালালিকে গ্রেপ্তার কর পুলিশ। তিনি কলকাতাগামী একটি ফ্লাইটে ওঠার জন্য আগরতলা বিমানবন্দরে অপেক্ষা করছিলেন।
পুলিশ জানিয়েছে, দক্ষিণ ত্রিপুরার কাকরাবান থানার আমতলি এলাকার বাসিন্দা রামকৃষ্ণ দেবনাথের সহায়তায় ভুয়া কাগজপত্র ব্যবহার করে বালালি ভারতীয় পাসপোর্ট তৈরি করেন। জিজ্ঞাসাবাদে বালালি স্বীকার করেছেন, তিনি বাংলাদেশি।
ভুয়া কাগজপত্র ব্যবহার করে তিনি পাসপোর্ট, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অব ইন্ডিয়া (আইডিবিআই) ব্যাংকের এটিএম কার্ড, প্যান কার্ড ও রিলায়েন্সের সিম কার্ড নিয়েছেন। তিনি এসডিএম (সাব ডিভিশনার ম্যাজিস্ট্রেট) সদর থেকে পাওয়া স্থায়ী বাসিন্দার কাগজপত্র সংগ্রহ করেছেন।
তদন্ত কর্মকর্তা প্রবির দেববার্মা বলেন, “বালালির কাছে থাকা একটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়েছে। এতে আইএস জঙ্গিদের সাথে তার ছবি পাওয়া গেছে।”
সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট ও জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের কিছু অসৎ কর্মকর্তা কয়েক বছর ধরেই ভুয়া পাসপোর্ট তৈরিতে জড়িত বলে অভিযোগ রয়েছে। বালালির নাগরিকত্বের সব প্রমাণ স্থানীয় পুলিশের সহায়তায় এসব কার্যালয় থেকে উদ্ধার করা হয়েছে।
চলতি বছরের মার্চে বাংলাদেশের দুই নাগরিক কাশেম মিয়া (২৫) ও সৌরভ মিয়াকে (২৪) আগরতলা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। তারা বীরভূমে থাকত। তাদের কাছে ভারতীয় নাগরিকত্ব, ভোটার আইডি ও রেশন কার্ড ছিল। এছাড়া তারা কলকাতা থেকে আন্তর্জাতিক পাসপোর্টও সংগ্রহ করেছিল।
একই সময় ওই দুজনকে সহায়তার অভিযোগে পশ্চিম ত্রিপুরার বিশালগড় সাব-ডিভিশন এলাকার বাসিন্দা শুভঙ্কর দাস (২১) নামের এক ব্যাক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
শুভঙ্করই ওই দুজনকে ভুয়া ভারতীয় কাগজপত্র সংগ্রহ ও আন্তর্জাতিক পাসপোর্ট তৈরিতে সাহায্য করেছিল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*