আন্তর্জাতিক শিশু শ্রম বিরোধী দিব

nfদেবজিত চক্রবর্তী, আগরতলা, ১২ জুন ।। INTERNATIONAL LABOUR ORGANISATION ২০০২ সালে বিশ্বজুড়ে শিশুদের জন্য এই দিবসটি ঘোষনা করেছিল। পৃথিবীর নানা প্রান্তে লক্ষ লক্ষ শিশু কল-কারখানা, হোটেল রেস্তোরা, ঘর বাড়ীতে শ্রমিক হিসেবে কাজ করছে। শৈশবের আনন্দ, মাতা পিতা পরিবার পরিজন থেকে স্নেহ বঞ্চিত শিশুদের কোথাও কোথাও আইন লঙ্ঘন করে অমানবিক পীড়ন করার ঘটনা আকছার হচ্ছে। আন্তর্জাতিক স্তরে তথা রাষ্ট্রীয় ক্ষেত্রে প্রত্যেকটি দেশের শিশু শ্রম বন্ধ করার আইনের ফাঁক দিয়ে একশ্রেনীর মানুষ অবাধে শিশুদের দিয়ে কম মজুরীতে কাজ হাসিল করছে। একদিকে সরকারী আইন অন্যদিকে বাস্তব পরিস্থিতি ক্রমশ ভয়ংকর আকার নিচ্ছে। প্রতিবছর ১২ই জুন তারিখে আন্তর্জাতিক ভাবে পালিত হয় শিশু শ্রম বিরোধী দিবস – বহু সময় অতিক্রান্ত হয়েছে INTERNATIONAL LABOUR ORGANISATION-র ঘোষনা, এখনো বিশ্বের বুক থেকে দূর হয়নি শিশুর অমানবিক শ্রমদানের দৃশ্য। আধুনিক সভ্যতার যুগে শিশু শ্রম দগদগে ক্ষত হিসেবে চিহ্নিত।
২০১৫ সালে আন্তর্জাতিক শিশু শ্রম বিরোধী দিবসে INTERNATIONAL LABOUR ORGANISATION-র এবারের বিষয় – NO TO CHILD LABOUR, YES TO QUALITY EDUCATION.
পৃথিবীর নানা প্রান্তের পাশাপাশি রাজ্যেও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন স্থানে পালিত হয় আন্তর্জাতিক শিশু শ্রম বিরোধী দিবস।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*