আন্তর্জাতিক ডেস্ক ।। যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের যাবতীয় তথ্য সংরক্ষণকারী কার্যালয় ওপিএম’র নিজস্ব কম্পিউটার সিস্টেমে দ্বিতীয় সাইবার আক্রমণের পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ভেবে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জানিয়েছে হোয়াইট হাউজ।
ওপিএম’র সংরক্ষিত মার্কিন সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তাদের, বিশেষ করে দেশটির প্রতিরক্ষা বিভাগ ও গোয়েন্দা সংস্থাগুলোতে কর্মরতদের অন্তত ৪০ লাখ তথ্য চুরি হয়েছে দুই দফার সাইবার আক্রমণে।
এই আক্রমণের পেছনে চীনের হাত রয়েছে বলে সন্দেহ করছে মার্কিন প্রশাসন।
প্রথম দফার আক্রমণে ৪০ লাখ তথ্য চুরির বিষয়টি গত সপ্তাহে সামনে এলেও দ্বিতীয় দফায় আবারো ওই একই হ্যাকাররা আক্রমণ চালিয়েছে বলে গতকাল শুক্রবার জানিয়েছেন হোয়াইট হাউজ কর্মকর্তারা।
দ্বিতীয় দফার আক্রমণে চুরিকৃত তথ্যে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের তথ্য রয়েছে।
চুরিকৃত তথ্যে শুধু যে মার্কিন সরকারি কর্মকর্তাদেরই তথ্য রয়েছে তাই নয়, এমনকি তাদের পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সম্পর্কেও বিস্তারিত তথ্য রয়েছে।
আশঙ্কা করা হচ্ছে, মার্কিন নিরাপত্তা কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের এসব তথ্যের ভিত্তিতে হুমকি দিয়ে নিজস্ব স্বার্থে তাদের ব্যবহার করা হতে পারে।
যুক্তরাষ্ট্রের সরকারি নেটওয়ার্কে এটাই সবচেয়ে মোটা দাগের সাইবার আক্রমণ বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।