নাটকীয় জয়ে সিরিজে সমতায় কিউইরা

fjyখেলাধুলা ডেস্ক ।। সমতায় ফিরলো নিউজিল্যান্ড, তাও আবার তুমুল নাটকীয় এক ম্যাচে ১৩ রানের জয় দিয়ে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ইংল্যান্ডকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জয় নিশ্চিত করে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ সমতায় ফিরলেন তারা।
৩৯৯ রানের লক্ষ্যে তাড়া করতে নামা ইংল্যান্ডের ইনিংসের ৪৪তম ওভারের শেষদিকে শুরু হয় বৃষ্টি। বৃষ্টির পর তাদের লক্ষ্য দাঁড়ায় ১৩ বলে ৩৪ রান তোলার। কিন্তু তা পূরণে ব্যার্থ হন তারা। ৪৬ ওভারে ৯ উইকেটে ৩৬৫ রান করে ইংল্যান্ড।
টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে রস টেইলরের শতকে এবং কেন উইলিয়ামসনের ব্যাটিং দৃঢ়তায় ৫ উইকেটে ৩৯৮ রান করে সফরকারীরা। উড়ন্ত সূচনা এনে দেন অধিনায়ক ব্রেন্ডন ম্যাকাকালাম নিজেই; ২২ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৩৯ রান করেন তিনি। মার্টিন গাপটিল ৫৪ বলে করেন ৫০ রান। তবে মূল ভিত্তিটা গড়েন উইলিয়ামসন ও টেইলর। তৃতীয় উইকেটে ১৭.৪ ওভারে ১২১ রানের জুটি গড়েন তারা। অল্পের জন্য শতক করতে না পারা উইলিয়ামসন ৮৮ বলে ১২টি চার ও ১টি ছক্কায় ৯৩ রান করেন।
টেইলর অবশ্য হার মানেননি, ১১৯ রানে অপরাজিত থাকেন তিনি। ৯৬ বলের ইনিংসে ১০টি চার ও ৪টি ছক্কা মারেন সাবেক এই অধিনায়ক।
এদিকে, ইংল্যান্ডের সফলতম বোলার বেন স্টোকস; ২ উইকেট তার ঝুলিতে।
জয়ের জন্য ৩৯৯ রানের লক্ষ্যে নামা ইংল্যান্ডের শুরুটায় জ্যাসন রয় ও অ্যালেক্স হ্যালেস উদ্বোধনী জুটিতে ৮৫ রান তোলেন। নাথান ম্যাককালামের বলে রস টেইলরকে রয় (৩৯) ক্যাচ দিলে ভাঙে উদ্বোধনী জুটি।
১৬৩ রান তুলতে প্রথমসারির চার ব্যাটসম্যানকে হারিয়ে পর্যুদস্ত ইংল্যান্ডকে টেনে তোলেন ওয়েন মরগান।
এরপর দ্রুতই তিন উইকেট হারালে ইংল্যান্ডের জয় প্রায় অনিশ্চিত হয়ে পরে। বাটলারকে (৪১) লুক রনকির ক্যাচে পরিণত করেন ট্রেন্ট বোল্ট। আর ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৮৮ রান করার মরগানকে ফেরান ম্যাকক্লেনাগান। এরপর স্যাম বিলিংসকেও ফিরিয়ে দেন বোল্ট।
শেষ দিকে আদিল রশিদ ও লিয়াম প্লাঙ্কেট জয়ের আশা খানিকটা জাগালেও জয় অধরাই রইলো মরগানের দলের।
রোববার সাউদাম্পটনে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*