জাতীয় ডেস্ক ।। অন্ধ্র প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ২২ জন তীর্থযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে নয়জন নারী এবং সাতজন শিশু রয়েছে।
শনিবার ভোরে প্রদেশটির পূর্ব গোদাবরি জেলার রাজামুন্ড্রির নিকটবর্তী দৌলাইস্বরম বাঁধের কাছে গোদাবরি নদীতে তীর্থযাত্রীদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বাসটিতে মোট ২৩ জন যাত্রী ছিল এবং ঘটনাস্থলেই ২২ জন মারা যান। দুর্ঘটনায় কবলে পড়েও একটি শিশু বেঁচে গেছে।
স্থানীয় পুলিশে প্রশাসন জানিয়েছে, তিরুমালায় হিন্দু দেবতা শ্রী ভেংকটেশ্বরের মন্দিরে এবং বিজয়াদায় দেবি শ্রী কনকাদুর্গার মন্দিরে অঞ্জলি দিয়ে তীর্থযাত্রা শেষে বিশাখাপাটনাম জেলার আচুতাপুরামে নিজ গ্রামে ফিরছিলেন ওই যাত্রীরা। মাঝপথে তাদের বহনকারী বাসটি দুর্ঘটনায় শিকার হয়।
দ্রুতবেগে বাস চালানোর জন্য চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে নদীর ওপর পড়ে যায় বলে জানা গেছে।