জাতীয় ডেস্ক ।। পাঞ্জাব প্রদেশে অ্যামোনিয়া গ্যাসবাহী একটি ট্যাংকার থেকে গ্যাস বের হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শতাধিক। খবর টাইমস অব ইন্ডিয়ার। শনিবার পাঞ্জাবের লুধিয়ানাতে এই দুর্ঘটনা ঘটে।
লুধিয়ানা থেকে ২৫ কিলোমিটার দূরে একটি খালের পাশ্ববর্তী দোরাহা বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। দোরাহা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রজনিশ কুমার সুদ জানান, অ্যামোনিয়া গ্যাসের কারণে নিহত ছয়জনের মৃতদেহ হাসপাতালে পাঠানো হয়েছে এবং আশপাশের শতাধিক মানুষের শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যার খবর পাওয়া গেছে।
আক্রান্ত ব্যক্তিদের দোরাহা, খান্না ও লুধিয়ানার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।