খোয়াই রামচন্দ্রঘাটের কংগ্রেস দলের প্রাক্তন বিজিত প্রার্থী সহ ২৫ জন যোগ দিলেন বিজেপি’তে

bjpগোপাল সিং, খোয়াই, ১৩ জুন ।। সারা ত্রিপুরা ভিত্তিক জেলা স্তরে মহা সম্পর্ক অভিযানের সূচনা হল শুক্রবার। আর এই দিনটাতেই সর্বভারতীয় দল কংগ্রেসকে বিদায় জানিয়ে খোয়াই রামচন্দ্রঘাট কেন্দ্রের বিজিত প্রার্থী সহ পঁচিশ জন যোগ দিলেন বিজেপি’তে। নবাগতদের স্বাগত জানান বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি নীলমণি দেব। শুক্রবার দুপুরে বিজেপি খোয়াই জেলা কমিটির উদ্যোগে ‘মহা সম্পর্ক অভিযান’ এর একটি অনুষ্ঠানে যোগদান করেন বিজেপি’র প্রাক্তন রাজ্য সভাপতি সহ মন্ডল কমিটির অন্যান্য নেতৃত্বরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েবিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি নীলমণি দেব বলেন, ‘সবক’টি রাজনৈতিক দলই সদস্যপদ বৃদ্ধি করে সংগঠনকে শক্তিশালী করার লক্ষে। কিন্তু বিজেপি’ই একমাত্র রাজনৈতিক দল যারা সদস্যপদ বৃদ্ধি করে সাধারন মানুষের সুবিধা-অসুবিধাগুলি পুঙ্খানুপুঙ্খভাবে বের করে তা সমাধানের জন্য।’
এদিনের অনুষ্ঠানে খোয়াই রামচন্দ্রঘাটে ১৯৯৮ সালের বিধানসভা নির্বাচনে প্রমোদনগর কেন্দ্রে কংগ্রেস দলের প্রার্থী বাহু চন্দ্র দেববর্মা, অবসর প্রাপ্ত শিক্ষক রণজিৎ দেববর্মা সহ আরোও ২৩ জন ভোটার কংগ্রেস ছেড়ে বিজেপি’তে যোগদান করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*