পড়ালেখা শেষেও যুক্তরাষ্ট্রে থাকা যাবে ৬ বছর

usআন্তর্জাতিক ডেস্ক ।। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে যাওয়া শিক্ষার্থীদের নতুন একটি সুযোগ দিতে যাচ্ছে দেশটির সরকার। পড়ালেখা শেষ হয়ে যাওয়ার পরও তাদেরকে ছয় বছর যুক্তরাষ্ট্রে অবস্থানের সুযোগ দেওয়া হবে। এ খবর জানিয়েছে সর্বভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
এই সুযোগ কার্যকর হলে এশিয়ার বিপুল পরিমাণ শিক্ষার্থী দারুণভাবে উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।
সিনেটে পাঠানো ওই প্রস্তাবে বলা হয়েছে, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত সংক্রান্ত ডিগ্রিধারীরা চাইলে সার্টিফিকেট হাতে পাওয়ার পরও অতিরিক্ত ছয় বছর যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবে।
এর মধ্যে সম্মান পর্যায়ের পড়াশোনা শেষ হওয়ার পরে ঐচ্ছিক প্রশিক্ষণ কর্মসূচির (ওপিটি) আওতায় তিন বছর এবং স্নাতকোত্তর পর্যায়ের পরে আরও অতিরিক্ত তিন বছর সময় পাবে। এসময়ের মধ্যে তারা কাজ করার সুযোগ সুবিধাও পাবে।
বর্তমানে বিদেশি ছাত্ররা পড়ালেখা শেষ হওয়ার পরে ওপিটির আওতায় ১২ মাস থেকে সর্বোচ্চ ২৯ মাস যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারে। তাই নতুন প্রস্তাবটি বিদেশি ছাত্রদের জন্য চাকরি ও ভিসার মেয়াদ বাড়াতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
এছাড়া নতুন এ নিয়ম চালু হওয়ার পরে শিক্ষার্থীদের দেশে ফিরে যাওয়ার বিষয়েও অতিরিক্ত কোনও চাপ দেওয়া হবে না।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*