ত্রিপুরা সরকারী শিক্ষক সমিতির রক্তদান শিবির

nvnগোপাল সিং, খোয়াই, ১৪ জুন ।। আগামী ২৭ ও ২৮শে জুন ত্রিপুরা সরকারী শিক্ষক সমিতি (এইচ.বি.রোড) খোয়াই বিভাগীয় কমিটির ২৮তম ৫ম ত্রৈ-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। শিক্ষার গুনগতমান বৃদ্ধির লক্ষে সংগঠনের খোয়াই বিভাগীয় ২৮তম ৫ম ত্রৈ-বার্ষিক সম্মেলন সফল করতে শনিবার ‘রক্তদানে সিক্ত হোক মমত্বের শপথ’ দৃপ্ত কণ্ঠে টিজিটিএ হল ঘরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার মুখ্যসচেতক সমীর দেবসরকার। উপস্থিত ছিলেন সংগঠনের খোয়াই বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক দীপাল ঘোষ, রনেন্দ্র দেববর্মা এবং সংগঠনের সদস্য-সদস্যা ও শিক্ষক-শিক্ষিকা সহ অন্যান্যরা।
‘রক্তদান মহৎ দান’ এই স্লোগানকে সামনে রেখে এদিনের আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে উদ্বোধক বলেন, ‘আজকাল বিভিন্ন বিষয়ে আমরা আদালতের নির্দেশের অপেক্ষায় থাকি। শিক্ষকরা প্রাইভেট টিউশন করবেন না, তা আদালতকে বলতে হবে। চিকিৎসকদের প্রাইভেট প্রেকটিস বন্ধ করা আদালতকে বলতে হবে। আগেকার সময়ে ছিল রাজনীতি মানে নেশা, এখন রাজনীতি পেশায় পরিনত হয়েছে। রাজনীতিবিদ সম্পর্কে মানুষের শ্রদ্ধা শূণ্যের কোঠায় এসে দাঁড়িয়েছে। বাইরে থেকে যখন কোন আধিকারিকরা আসেন তখন তাদের মগজে ঢুকিয়ে দেওয়া হয়, পলিটিশিয়ান মানে করাপ্ট। তেমনি এমন একটা পরিস্থিতি তৈরী করে বোঝানো হচ্ছে যেন শিক্ষক মানেই সবাই প্রাইভেট টিউশন করেন। এখনও এমন শিক্ষক রয়েছেন যারা সমাজের জন্য চিন্তা করেন, কাজ করেন।’ এছাড়াও অনুষ্ঠানে ভাষন রাখেন সংগঠনের খোয়াই বিভাগীয় ভারপ্রাপ্ত সম্পাদক সহ অন্যান্যরা।
এর মধ্যে শুক্রবার সন্ধ্যায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনের খোয়াই বিভাগীয় অফিসে ‘জাগরী’ দেওয়াল পত্রিকার আবরন উন্মোচন করেন সংগঠনের খোয়াই বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক দীপাল ঘোষ। অনুষ্ঠানে শিক্ষক-সাহিত্যিকদের উপস্থিতিতেই ত্রিপুরা সরকারী শিক্ষক সমিতি (এইচ.বি.রোড) খোয়াই বিভাগীয় কমিটির ২৮তম ৫ম ত্রৈ-বার্ষিক সম্মেলন এর কর্মসূচীর সূচনা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*