আগরতলা, ১৪ জুন ।। রবিবার উত্তর বাধারঘাটস্থিত কৌরবস ক্লাবের নবনির্মিত পাঠাগারের দ্বারোদ্ঘাটন হয় এবং স্বামী বিবেকানন্দের আবক্ষমূর্তির আবরণ উন্মোচন হয়। মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কৌরবস ক্লাবের নবনির্মিত পাঠাগারের দ্বারোদ্ঘাটন হয় এবং স্বামী বিবেকানন্দের আবক্ষমূর্তির আবরণ উন্মোচন অনুষ্ঠানের শুভসূচনা করেন রাজ্যসভার সাংসদ ঝর্ণা দাস বৈদ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ঝর্ণা দাস বৈদ্য, ২৫নং পুর ওয়ার্ডের পারিষদ মিঠু শীল, ক্লাব সভাপতি অজয় চন্দ্র দাস, ক্লাব সম্পাদক ভাবন চক্রবর্তী সহ এলাকাবাসীরা।