খেলাধুলা ডেস্ক ।। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টটি শেষ হয়েছে, এবার শুরু হতে যাচ্ছে ওয়ানডে সিরিজ। ওয়ানডে খেলতে আজই বাংলাদেশে পৌঁছেছে অধিনায়ক ধোনি নিজেও। কিন্তু তবুও অনিশ্চয়তার মুখে পড়েছে ভারত-বাংলাদেশ ওয়ানডে সিরিজ।
মূলত যেই বৃষ্টির কারণে ধুয়ে গেলো ফতুল্লা টেস্ট, সেই বৃষ্টিই এবার হুমকিতে ফেলছে ওয়ানডে সিরিজকে। ভারত ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজেও বৃষ্টি হওয়ার জোর সম্ভাবনা আছে, এমনটাই জানাচ্ছে আবহাওয়ার পূর্বাভাস।
সোমবারে বাংলাদেশের আবহাওয়ার খবর অনুযায়ী, ঢাকা সহ সারা দেশে আগামী তিনদিনে টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ২৪ জুন পর্যন্ত বৃষ্টিপাত থাকবে বলেও জানানো হচ্ছে বাংলাদেশের আবহাওয়ার খবর সূত্রে। অর্থাৎ, সিরিজের শেষ ম্যাচের দিনেও বৃষ্টির জোর সম্ভাবনা রয়েছে।
১৮ তারিখ থেকে অনুষ্ঠিতব্য ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচই দিবারাত্রির এবং অনুষ্ঠিত হবে বাংলাদেশের মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।