গোপাল সিং, খোয়াই, ১৫ জুন ।। আগামী ২৭ ও ২৮শে জুন ত্রিপুরা সরকারী শিক্ষক সমিতি (এইচ.বি.রোড) খোয়াই বিভাগীয় কমিটির ২৮তম ৫ম ত্রৈ-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। শিক্ষার গুনগতমান বৃদ্ধির লক্ষে সংগঠনের খোয়াই বিভাগীয় ২৮তম ৫ম ত্রৈ-বার্ষিক সম্মেলন সফল করতে রবিবার খোয়াই সরকারী দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ে আয়োজিন করা হয় তিনটি বিভাগে ‘বসে আঁকো প্রতিযোগিতা’। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের খোয়াই বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক দীপাল ঘোষ, সাংস্কৃতিক কমিটির কনভেনার মনমোহন (জীবন) ঘোষ এবং সংগঠনের সদস্য-সদস্যা ও শিক্ষক সহ অন্যান্যরা।
খোয়াইয়ের বিভিন্ন বিদ্যালয় থেকে আগত মোট ১১৪ জন ছাত্র-ছাত্রী তিনটি বিভাগে এই বসে আঁকো প্রতিযোগিতায় অংশ নেয়। সোমবার বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়।