আগরতলা, ১৫ জুন ।। সোমবার বিকেলে রাজভবনে রাজ্যপাল তথাগত রায়ের সঙ্গে বাংলাদেশ সংসদের তিন সদস্যক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। বাংলাদেশ সংসদের তিন সদস্যক প্রতিনিধিরা হলেন সাংসদ গোলাম মুস্তাফা, সাংসদ আবদুর রউফ এবং প্রাক্তন সাংসদ অধ্যাপক আবদুল মান্নান। তাঁরা ‘বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ দলিল পত্র (পনেরো খন্ড)’ এবং অন্যান্য কিছু স্মারক গুন্থ রাজ্যপালের হাতে তুলে দেন। রাজ্যপাল তথাগত রায়ও উনার লেখা শ্যামাপ্রসাদের জীবনী ‘দ্য লাইফ এন্ড টাইমস অফ ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী’ বইটি তাঁদের হাতে উপহার হিসেবে তুলে দেয়। প্রতিনিধি দলটি ত্রিপুরা সফরে আসায় রাজ্যপাল তাঁদের ধন্যবাদ জানান।